রাসুল (সাঃ) গরুর গোস্ত খেয়েছেন এবং সাহাবারা গরু কোরবানী করেছেন।
গরু |
রাসূলুল্লাহ (সাঃ) না কি গরুর গোশত খাননি। কারণ, সে সময় আরব দেশে গরু ছিল না!
তিনি চ্যালেঞ্জ করে বলেছেন,
"নবী (সাঃ) গরুর গোশত খেয়েছেন- এমন হাদীস দেখাতে পারবেন?
যেমন, খাসি আর উট দেখাতে পারবেন, ঐ রকম পারবেন কি? আরব দেশে গরুই ছিল না।" নাউযুবিল্লাহ!
তিনি না জেনে রাসূলুল্লাহ (সাঃ) নামে মিথ্যারোপ করেছেন,
তার প্রমাণ নিন।
.
প্রথমে হাদীস থেকে জেনে নেই, রাসূলুল্লাহ (সাঃ) এর জামানায় আরব দেশে গরু ছিল কি না।
1/ মুআয ইবনু জাবাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
بَعَثَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِلَى الْيَمَنِ «وَأَمَرَنِي أَنْ آخُذَ مِنْ الْبَقَرِ مِنْ كُلِّ أَرْبَعِينَ مُسِنَّةً وَمِنْ كُلِّ ثَلَاثِينَ تَبِيعًا أَوْ تَبِيعَةً».
রাসূলুল্লাহ (সাঃ) আমাকে ইয়ামন পাঠালেন এবং আমাকে নির্দেশ দেন যে, আমি যেন প্রতি চল্লিশ গরুতে পূর্ণ দু’ বছর বয়সের একটি মাদী বাছুর এবং প্রতি ত্রিশ গরুতে একটি নর বা মাদী বাছুর (যাকাত হিসাবে) গ্রহণ করি।
( জামে তিরমিযী হাঃ ৬২৩, আবূ দাউদ ১৫৭৬,
আবর দেশে যদি গরু না থাকে, তাহলে গরুর যাকাত আদায়ের নির্দেশ দেওয়া হল কেন?
.
2/আবূ হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত। তিনি বলেন,
افْتَتَحْنَا خَيْبَرَ وَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلاَ فِضَّةً إِنَّمَا غَنِمْنَا الْبَقَرَ وَالْإِبِلَ وَالْمَتَاعَ وَالْحَوَائِطَ ثُمَّ انْصَرَفْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم إِلَى وَادِي الْقُرَى-
"খাইবার যুদ্ধে আমরা জয়ী হয়েছি কিন্তু গনীমত হিসেবে আমরা সোনা, রূপা কিছুই পাইনি। আমরা গানীমাত হিসেবে পেয়েছিলাম গরু, উট, বিভিন্ন দ্রব্য-সামগ্রী এবং ফলের বাগান। তারপর (যুদ্ধ শেষে) আমরা আল্লাহর রসূল ﷺ-এর সঙ্গে ওয়াদিউল কুরা পর্যন্ত ফিরে এলাম।"
(সহীহ বুখারী হাঃ ৪২৩৪, )
আরব দেশে গরু না থাকলে সাহাবাগণ গনীমত হিসাবে গরু পেলেন কিভবে?
.
3/আল-মুনযির ইবন জারীর (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন,
كُنْتُ مَعَ جَرِيرٍ بِالْبَوَازِيجِ فَجَاءَ الرَّاعِي بِالْبَقَرِ وَفِيهَا بَقَرَةٌ لَيْسَتْ مِنْهَا فَقَالَ لَهُ جَرِيرٌ مَا هَذِهِ قَالَ لَحِقَتْ بِالْبَقَرِ لاَ نَدْرِي لِمَنْ هِيَ . فَقَالَ جَرِيرٌ أَخْرِجُوهَا فَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَأْوِي الضَّالَّةَ إِلاَّ ضَالٌّ " .
আমি বাওযীজ নামক স্থানে আমার পিতা জারীর (রাঃ) এর সাথে ছিলাম। এক রাখাল গরুর পালসহ উপস্থিত হলে তার মধ্যে বাইরের একটি গরুও ছিল। জারীর (রাঃ) তাকে জিজ্ঞাসা করেন, এটা কোথা থেকে এলো? রাখাল বলল, আমাদের গরুর সাথে এসে যোগ দিয়েছে, কে তার মালিক জানিনা। জারীর (রাঃ) বলেন, গরুর পাল থেকে এটা বের করে দাও। আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে শুনেছিঃ পথভ্রষ্ট ব্যক্তিই হারানো পশুকে আশ্রয় দেয়।
( মুসনাদে আহমাদ হাঃ ১৮৭০২, )
এ হাদীস তো প্রমাণ করে আরব দেশে দু' চারটা না বরং অনেকের দলে দলে গরু ছিল, গরুর পাল ছিল।
.
🏕এবার আমরা রাসূলুল্লাহ (সাঃ) গরুর গোশত খেয়েছেন- এমন কতিপয় সহীহ হাদীস পেশ করছি, যে হাদীসগুলো আরব দেশে গরু থাকারও অকাট্য দলিল।
1/জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
نَحَرْنَا بِالْحُدَيْبِيَةِ مَعَ النَّبِيِّ ﷺ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ.
আমরা হুদাইবিয়া নামক স্থানে নবী (সাঃ) এর সাথে একটি উট সাতজনের পক্ষ থেকে এবং একটি গরুও সাতজনের পক্ষ থেকে কুরবানী করেছি।"
(সহীহ মুসলিম হাঃ ১৩১৮,
দেখুন, সাহাবাগণ রাসূলুল্লাহ (সা) এর সাথে সাত ভাগে গরু কুরবানী করেছেন। এ হাদীস যেমন আরব দেশে গরু থাকার অকাট্য দলিল, তেমনি রাসূলুল্লাহ (সাঃ) গরুর গোশত খাওয়ারও প্রমাণ। কেননা, রাসূলুল্লাহ (সাঃ) সাথে থেকে সাহাবীগণ রাসূলুল্লাহ (সাঃ) কে ছেড়ে গরুর গোশত খাবেন, তা কল্পনাও করা যায় না।
.
2/ আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَحَرَ عَنْ آلِ مُحَمَّدٍ فِي حَجَّةِ الْوَدَاعِ بَقَرَةً وَاحِدَةً .
"রাসূলুল্লাহ ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় তাঁর পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানী করেন।"
(আবূ দাউদ হাঃ ১৭৫০,
রাসূলুল্লাহ (সাঃ) যখন গরু কুরবানী করেছেন, তখন পরিবারের সাথে গরুর গোশতও খেয়েছেন, এটাই স্বাভাবিক।
.
3/ আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
فَلَمَّا كُنَّا بِمِنًى أُتِيتُ بِلَحْمِ بَقَرٍ، فَقُلْتُ مَا هَذَا قَالُوا ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ.
(হজ্জের সময়) আমরা যখন মিনায় ছিলাম, তখন আমার কাছে গরুর গোশত নিয়ে আসা হল। আমি জিজ্ঞেস করলামঃ এটা কী? লোকজন উত্তর করলঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন। (সহীহ বুখারী হাঃ ১৭০৯, সহীহ মুসলিম হাঃ ১২১১,
রাসূলুল্লাহ (সাঃ) গরু কুরবানী করে তাঁর স্ত্রী আয়েশা (রা) নিকট পাঠিয়ে দিলেন। আর আয়েশা (রা) গরুর গোশত রান্না করে কি রাসূলুল্লাহ (সাঃ) ছাড়া খেয়েছিলেন?
.
4/ আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
وَأُتِيَ النَّبِيُّ، صلى الله عليه وسلم بِلَحْمِ بَقَرٍ فَقِيلَ هَذَا مَا تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ . فَقَالَ " هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ "
একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে কিছু গরুর গোশ্ত আনা হলো। অতঃপর বলা হলো এ গোশ্ত বারীরাকে সদাক্বাহ্ হিসেবে দান করা হয়েছে। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এটা তার জন্য সদাক্বাহ্ কিন্তু আমাদের জন্য হাদিয়্যাহ্।”
(সহীহ মুসলিম হাদীস নং ১০৭৫;
রাসূলুল্লাহ (সাঃ) গরুর গোশত হাদিয়্যাহ্ হিসাবে গ্রহণ করলেন, নিশ্চয় তা খাওয়ার জন্য।
.
5/ জাবির (রা) কর্তৃক বর্ণিত বুখারী মুসলিমের অপর এক হাদীসে এসেছে-
فَلَمَّا قَدِمَ صِرَارًا أَمَرَ بِبَقَرَةٍ فَذُبِحَتْ فَأَكَلُوا مِنْهَا.
"রাসূলুল্লাহ (সাঃ) যখন সিরার নামক স্থানে পৌঁছেন, তখন একটি গরু জবাহ করার নির্দেশ দেন। অতঃপর তা জবাহ করা হয় এবং সকলে তার গোশত আহার করে।"
(সহীহ বুখারী, হাদীস নং ৩০৮৯;
6/তাবুক অভিযানে গিয়ে রাসুল সা খালিদকে (রা) সিরিয়া সীমান্তে খ্রিস্টান রাজা উকায়দির ইবনে আব্দুল মালিকের বিরুদ্ধে যুদ্ধে পাঠাতে গিয়ে মুজেজা স্বরূপ বলেন:
"إنك ستجده يصيد البقر"
"তুমি তাকে বুনো গরু শিকারে মগ্ন অবস্থায় পাবে।"
ঠিকই খালেদ সাইফুল্লাহ (রা) সেখানের প্রেসিডেন্টকে সংসদের মেইন গেইটে শিকার অবস্থা পেলেন ।
দূর থেকে খালিদ (রা) লক্ষ্য করলেন যে
"وباتت البقر تحك بقرونها باب القصر"
"গরু গুলো সংসদ ভবনের মেইন গেইটে নিজেদের শিং ঘষছে "।
البداية والنهاية:٣/٦١٢
আল বিদায়া ওয়ান নেহায়া, খন্ড:3পৃষ্ঠা 612 আরবী ।
আল বিদায়া ওয়ান নেহায়া, খন্ড:5ম পৃষ্ঠা 41বাংলা ।
ইফাবা ।
খালিদ সেই প্রেসিডেন্ট কে গ্রেফতার করে অসংখ্য গনিমত সহ রাসুল সা এর কাছে আনলে তার স্বর্ণ খঁচিত জামা সাহাবী স্পর্শ করে অবাক হলে রাসুল সা বললেন---
"اتعجبون من هذا ؟فوالذي نفسي بيده لمنادل سعد بن معاذ في الجنة احسن من هذا "
"তোমরা কি তার বাদশাহী জামা দেখে অবাক হচ্ছ?
আল্লাহর কসম! সাদ ইবনে মুয়াজের জান্নাতের রুমাল তার চেয়ে উত্তম ।"
البداية والنهاية:٣/ ٦١٢
কি বুঝলেন ? কোরআন সুন্নাহর পাতায় গরুর কথা ।
7/কোরআনের সর্ববৃহত সুরা গরু নামে ।
9টি আয়াত রয়েছে । 3টি সুরা যথা البقرة، الأنعام، يوسف
আসলে মানুষের বুঝ গরুর মত তাই কোরআনের প্রথম সুরা গরু, আর শেষ সুরা الناس মানে "মানুষ "
গরুর মত লোক গুলো কোরআন হাদীসে প্রবেশ করলে মহান আল্লাহ তাদের কে মানুষ করে বের করবেন ।
পৃথিবীর মানুষ গুলো কোরআনে প্রবেশ না করলে এরা মানুষ হবে না ।
শুধু আরব নয় মিশর ,সিরিয়া, জর্ডান সব দেশেই গরুর পাল ছিল আছে ।
যুদ্ধের এবং পথের সুবিধার্থে রাসুল সা উট নিয়ে চলছেন ।
গরু হল স্মার্ট এবং ডিজিটাল প্রানী তাকে খাওয়া যায় তাতে আরোহণ করা যায় না । এই কারণেই তার বর্ণনা তুলনামূলক কম ।
গরুর সাথে আদম আ এর সুন্দর কথোপকথন রয়েছে বলতে পারলাম না ।
.
সুতরাং রাসূলুল্লাহ (সাঃ) এর জামানায় আরব দেশে গরু ছিল এবং রাসূলুল্লাহ (সাঃ) গরুর গোশত খেয়েছেন।
অতএব রাসূলুল্লাহ (সাঃ) উপর যারা মিথ্যারোপ করেছেন; এর পরিণাম জাহান্নাম।
(সহীহ বুখারী হাঃ ১০৬,
মহান আল্লাহ রাসুল সা এর কলিজার টুকরা উম্মতদেরকে বুঝার তাওফিক দান করুন আমীন ।
No comments
New comments are not allowed.